একটি দূরবর্তী গ্যালাক্সি থেকে রহস্যময় রেডিও সিগনাল বা সংকেত পাওয়া গেছে। এই সংকেতগুলো কানাডার একটি টেলিস্কোপে ধরা পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে বেতার তরঙ্গের বিস্ফোরণগুলোর সঠিক প্রকৃতি ও উৎস এখনও পর্যন্ত জানা যায়নি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ওই সংকেতগুলো ১.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরবর্তী স্থান থেকে আসছে। একই সূত্র থেকে আসা ১৩টি ফাস্ট রেডিও বার্স্টের(এফআরবি) মধ্যে একটি সংকেত ছিল খুবই অস্বাভাবিক যা একাধিকবার এসেছে।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া’র(ইউবিসি) জ্যোতির্বিজ্ঞানী ইনগ্রিড স্টেইর্স বলেছেন, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমরা সম্ভবত সংকেতগুলো কোথা থেকে এবং কেন আসছে তা জানতে সক্ষম হবো। টেলিস্কোপটি একাধিকবার আসা একটিসহ মোট ১৩টি বেতার বিস্ফোরণ তাৎক্ষণিক সনাক্ত করতে পেরেছে। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির শ্রীহর্ষ টেন্ডুলকার বলেছেন, আরও একটি সংকেত আমরা পেয়েছি যা একাধিকবার এসেছে। এটির বৈশিষ্ট্য প্রথমটির মতোই; তবে এটি প্রথম সংকেতটির চেয়ে বেশি তথ্য দিয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।