প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১:৫
নেক্সজেন সলিউশন লিমিটেড এবং দাহুয়ার টেকনোলজির মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।বুধবার (২২মার্চ) রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সজেন স্যলুশনের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে Dahua Technology এর কান্ট্রি ম্যানেজার জোঝাং এবং ও কনস্ট্যান্টতিয়ান অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে নেক্সজেন স্যলুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন এবং
ব্যবসায় উন্নয়নের পরিচালক মোঃফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে Dahua Technology এরপক্ষ থেকে জোঝাংএবং নেক্সজেন সলিউশন লিমিটেড পক্ষে চেয়ারম্যান মোঃহাফিজুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেণ।
এই চুক্তির মাধ্যমে নেক্সজেন সলিউশন লিমিটেড বাংলাদেশে বিতরণকারী হিসবে দাহুয়া ব্র্যান্ড এর ১৩ টির ও বেশী পন্য সামগ্রী সারা বংলাদেশে বিক্রয় এবং সরবরার করতে পারবে।
এই অনুষ্ঠানটি বিভিন্ন আলোচনা এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
প্রসঙ্গত: নেক্সজেন সলিউশন লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম আইটি প্রতিষ্ঠান এবং দাহুয়া টেকনোলজি চায়নার অন্যতম বৃহত্তম আইটি পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।