প্রকাশ: ১১ মে ২০২৫, ২১:১০
নওগাঁ জেলার মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলায় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বহু এলাকা। শুক্রবার (১০ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে আকাশে হঠাৎ করে ঘন কালো মেঘ জমে, এরপর শুরু হয় প্রবল বেগে ঝড় ও শিলা বৃষ্টি। ঝড়ের সময় কিছু এলাকায় বজ্রপাতও হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ।