প্রকাশ: ৪ মে ২০২৫, ২১:৫৬
এক সময়ের জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ স্কাইপ শেষ পর্যন্ত বিদায় নিচ্ছে। মাইক্রোসফট ঘোষণা করেছে, আগামী সোমবার থেকে স্কাইপের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ২০০৩ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম প্রায় দুই দশক ধরে ছিল ভিডিও কল ও ডিজিটাল যোগাযোগের এক অগ্রদূত। প্রযুক্তির এক বিশাল অধ্যায় শেষ হতে চলেছে স্কাইপের অবসানের মধ্য দিয়ে।