প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:২২
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। তারা হলেন আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান এবং সালমান বিন শোয়াইব। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
জানা গেছে, আঘাতপ্রাপ্তদের সবার চোখের চিকিৎসা প্রয়োজন। তারা এতদিন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত বোর্ডের সুপারিশ অনুযায়ী নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশে আহতদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন তার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক কমিটির চিকিৎসা সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু। তারা জানান, এই উদ্যোগ আহতদের চিকিৎসার প্রতি সরকারের দায়বদ্ধতার একটি অংশ।
ডা. মাহমুদুল হাসান বলেন, আহতদের চিকিৎসার জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা সবসময় আহতদের খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। আমরা আরও কয়েকজনকে দ্রুত বিদেশে পাঠানোর পরিকল্পনা করছি। আগামী সপ্তাহে খোকন নামের আরেকজনকে চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হবে।
জুলাই আন্দোলনের সময় আঘাতপ্রাপ্তদের জন্য বিশেষ চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছিল। তাদের সুপারিশে এখন পর্যন্ত ১৩ জনকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সিঙ্গাপুরে যাত্রা করা সাতজনের সবাই চোখে গুরুতর আঘাত পেয়েছেন, যা দেশীয় চিকিৎসায় পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। তাদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আঘাতপ্রাপ্তদের চিকিৎসার এই উদ্যোগকে চিকিৎসক ও বিশেষজ্ঞরা ইতিবাচক বলে মনে করছেন। তারা আশা করছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে এই ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
সরকারি পর্যায়ে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চিকিৎসা সংক্রান্ত আরও নতুন উদ্যোগ নেওয়ার কথাও তারা উল্লেখ করেছেন।