বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে আটক করে কাউনিয়াা থানা পুলিশ।
বিকেলে বিএমপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কাউনিয়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাস, এসআই সামসুল ইসলাম, এসআই মো: মোস্তাফিজুর রহমান, এসআই মো: ইব্রাহীম খলিল ও এএসআই মোঃ কামরুল ইসলাম-২ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ ইয়াসিন মৃধা নামক এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত ইয়াসিন বরগুনা জেলার বেতাগী থানার করুণা গ্রামের মো: আফজাল হোসেনের পুত্র।
আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।