
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১:৩৭

জার্মানির বিজ্ঞানীরা সম্প্রতি এক ধরনের ব্লাড টেস্ট তৈরি করেছেন যার মাধ্যমে আগামী ১০ বছরে আপনার মারা যাওয়ার সম্ভাবনা জানা যেতে পারে। তারা ৪৪ হাজার লোকের ওপর পরীক্ষা চালিয়ে জানতে পেরেছেন, রক্তে ১৪ টি বায়োমার্কার বা জৈবসূচক মৃত্যুর ঝুঁকিকে প্রভাবিত করে। বায়োমার্কারগুলি অনাক্রম্যতা এবং গ্লুকোজ নিয়ন্ত্রণ থেকে শুরু করে চর্বি এবং প্রদাহ সম্পর্কিত সমস্ত কিছুর সাথে যুক্ত। বায়োমার্কার নিয়ে একটি পরীক্ষায় দেখা গেছে, আগামী দু' থেকে ১৬ বছরের মধ্যে কেউ মারা যাবেন কিনা তা ভবিষ্যদ্বাণী করার বিষয়ে ৮৩ শতাংশ সঠিক ছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব