ভিন্ন মতের মানুষকে বাংলাদেশ ভারত মিলে মিশে গুম করতো- গুম কমিশন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ন
ভিন্ন মতের মানুষকে বাংলাদেশ ভারত মিলে মিশে গুম করতো- গুম কমিশন

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্ভাব্য সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। সম্প্রতি, সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দুটি উল্লেখযোগ্য গুমের ঘটনা তদন্তের মাধ্যমে ভারতের ভূমিকা তুলে ধরা হয়েছে। 


কমিশন তাদের প্রতিবেদন "সত্য উদঘাটন" শিরোনামে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিষয়টি এখন জনসমক্ষে আলোচিত। কমিশন জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এমন একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে, কিছু বন্দি এখনও ভারতের কারাগারে আটকে থাকতে পারে। 


কমিশন আরও জানিয়েছে, তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে যাতে ভারতীয় কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, বাংলাদেশের সীমানার বাইরে তদন্ত করা তাদের এখতিয়ার মধ্যে পড়ে না। 


প্রতিবেদনে উল্লেখিত দুটি ঘটনার মধ্যে একটি হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত সুখরঞ্জন বালি, যাকে পরে ভারতীয় কারাগারে পাওয়া যায়। অপর ঘটনা হল বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা। ২০১৫ সালে তিনি উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হন এবং তাকে এক পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে টয়লেট হিসেবে ব্যবহৃত একটি গর্ত ছিল। 


কমিশন আরও জানায়, হুম্মাম কাদের চৌধুরী নামের এক বন্দি তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথাবার্তা শুনতে পেয়েছিলেন, যেখানে গুমের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছিল। 


প্রতিবেদনটি প্রকাশের পর, বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক এবং আইনগত অঙ্গনে একটি নতুন আলোচনা সৃষ্টি করেছে, যেখানে আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষিতে গুমের ঘটনা এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন উঠছে।