থাইরয়েডে বেশি ভোগে নারীরা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০১৯ ০২:৪৬ অপরাহ্ন
থাইরয়েডে বেশি ভোগে নারীরা!

বর্তমান বিশ্বে ২০ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। আক্রান্তদের বেশির ভাগেরই বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তাদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। গলার সামনে নিচের দিকে থাইরয়েড গ্রন্থি আছে। দেখতে অনেকটা প্রজাপতির মতো। এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হজম বা হার্ট সংক্রান্ত, স্মৃতি, পেশির দৃঢ়তা, হাড় মজবুত রাখাসহ অনেক দিক সামলায়। সাধারণত থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম বা বেশি পরিমাণে নিঃসৃত হলে এ সমস্যা দেখা দেয়। আক্রান্তদের চুল ঝরে যায়। স্মৃতি কমতে থাকে। দেখা দেয় হার্টের সমস্যা। হাড় ক্ষয়সহ চামড়া খসখসে হয়ে যায়। নারীদের ঋতুকালীন সমস্যা দেখা দেয়। দেখা দেয় মানসিক অস্থিরতাও।

বিশেষজ্ঞরা জানান, থাইরয়েডের সমস্যায় আক্রান্ত ব্যক্তি অনেক সময় রোগা হয়ে যান। আবার কারো কারো ওজন বেড়ে যায়। পুরুষের তুলনায় নারীর শরীরের হরমোন বেশি সংবেদনশীল। ফলে এ সমস্যায় বেশি ভোগে নারীরা। তবে নিয়মিত ওষুধ সেবন করলে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। চিকিৎসকরা বলছেন, থাইরয়েড নিয়ে অনেকেই সচেতন নয়। কিছু লক্ষণ দেখা দিলে সবারই থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন। এর মধ্যে আছে অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, শরীরের পেশি বা সন্ধিতে কোনো কারণ ছাড়াই ব্যথা, চেষ্টা সত্ত্বেও ওজন নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদি।

ইনিউজ ৭১/এম.আর