মৌলভীবাজারে সিনোফার্মার টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির থানা প্রতিনিধি শ্রীমঙ্গল , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১৬ই আগস্ট ২০২১ ১১:০১ অপরাহ্ন
মৌলভীবাজারে সিনোফার্মার টিকাদান কার্যক্রম শুরু

সিলেটের মৌলভীবাজারে ফের চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট সাতটি স্থায়ী টিকাকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। আগের বরাদ্দকৃত টিকাদান কার্যক্রম গত ১১ আগস্ট পর্যন্ত চলে। নতুন করে আবার টিকাদান কার্যক্রম শুরু হলে টিকা দিতে অনেকেই বেশ আগ্রহ নিয়ে সকাল ৬টা থেকে লাইনে দাঁড়ায়।



সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, এ পর্যন্ত জেলায় দুই লাখ ৪৬ হাজার ১৩২ ডোজ টিকা দেওয়া হয়েছে। সর্বশেষ চীনের তৈরি সিনোফার্মের ২৭ হাজার ৬০০ ডোজ টিকা গতকাল পৌঁছায়। নতুন করে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে চার লাখ ৯১ হাজার ৮২২ জন।



চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আরও বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ করোনার সংক্রমণ কিছুটা কমেছে। করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব মৌলভীবাজারে না থাকায় রিপোর্ট পেতে পাঁচ থেকে ছয় দিন সময় লেগে যায়।