চিকিৎসা সেবার মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স না থাকায় মূমুর্ষূ রোগী পরিবহনের ক্ষেত্রে উপজেলাবাসীকে বিড়ম্বনায় পড়তে হতো। স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় স্বাস্থ্য সেবার মান আরো একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও আবাসিক চিকিৎসক ডা: সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, প্রত্যন্ত জনপদের মানুষের উন্নত চিকিৎসা সেবার বিষয়টি বিবেচনা করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স প্রদান করায় উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।