শরীয়তপুরে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১লা আগস্ট ২০২১ ০৬:৫৭ অপরাহ্ন
শরীয়তপুরে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর

শরীয়তপুর কোভিড-১৯ মোকাবেলায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপিই, অক্সিমিটার ইত্যাদি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। 



রবিবার ১ আগস্ট বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক জেলা প্রশাসক, মো: পারভেজ হাসানের কাছে এই স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন। 



প্রাপ্ত সকল সরন্জামাদি তাৎক্ষণিকভাবে সদর,ডামুড্যা,গোসাইরহাট, ও ভেদরগঞ্জ উপজেলায় প্রেরণ করা হয়।



এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, 



শরীয়তপুর সিভিল সার্জনের, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ সহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।