গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: সোমবার ৩১শে অক্টোবর ২০২২ ০৬:১১ অপরাহ্ন
গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা

সত্যের সন্ধানে নির্ভিক 'দৈনিক যুগান্তর' প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে জাতীয়ভাবে প্রেস কাউন্সিল মিডিয়া এ্যাওয়ার্ড -২০২২ লাভ করেছে।


এ উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর)   রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বর হতে বেলা ১২ টায় এ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্হানে এসে শেষ হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি।


যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা,  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,স্বজন সমাবেশের উপদেষ্টা পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মোঃ নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি গনেশ পাল, আজু শিকদার, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, যুগান্তর স্বজন সমাবেশের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ মন্ডল, কোরবান আলী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ,প্রচার সম্পাদক শাকিল আহমেদ, স্বজন সদস্য আসাদুল আলম সুজন,সাইফুল ইসলাম রাজ্জাক, সাইফুল ইসলাম প্রমূখ।


সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ।


এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কর্মকর্তা স্হানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।


সভা শেষে সকলকে যুগান্তরের পক্ষ হতে মিষ্টিমুখ করানো হয়।