
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৯

মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সংগঠিত হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদকরা। তারা বলেছেন, যার ওপরই আঘাত আসুক, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে। সাংবাদিকরাই সাংবাদিকতা বাঁচাতে পারেন।
