এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, কিছু অনলাইন পোর্টালে স্বরূপকাঠীতে মাতৃ এনজিও মালিক স্বাধীন হালদারের স্থাবর-অস্থাবর সম্পদ নিয়ে পৌর বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর। এই সংবাদে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে, যা কোনভাবেই সত্য নয়।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, কাজী আনিসুজ্জামান সাহেবের নাম এই ঘটনায় জড়িত নয়। বরং, আসল ঘটনা হলো—কুড়িয়ানার মাতৃ এনজিওর মালিক স্বাধীন হালদার একজন বড় ধরনের প্রতারক। তিনি আমাদের কাছ থেকে ফিক্সড ডিপোজিট, মাসিক, সাপ্তাহিক ও দৈনিক আমানত সংগ্রহ করতেন এবং লভ্যাংশের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এলাকা থেকে লাপাত্তা হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করার পর, ১১ নভেম্বর আমরা তাকে স্বরূপকাঠি গার্লস স্কুল সড়কে দেখতে পাই। তখন আমরা তার কাছে আমাদের পাওনা টাকা চাইলে, সে আমাদের ওপর চড়াও হয়।
এ সময় তাকে ধরে স্থানীয় মুরব্বি কাজী আনিসুজ্জামান সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। কাজী সাহেব, ঘটনার গুরুত্ব উপলব্ধি করে, স্বাধীন হালদারকে আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের জিম্মায় দিয়ে দেন। এরপর থেকে স্বাধীন হালদার আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি।
অতএব, সংবাদে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। স্বাধীন হালদারকে ধরে কোনরূপ স্ট্যাম্পে সম্পদ বায়না দলিল করে নেয়ার প্রশ্নই আসে না। আমরা উক্ত মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
মো: কাজী শিমুল
স্বরূপকাঠী, পিরোজপুর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।