ভারত থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মৌলভীবাজার জেলা। পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার রাতে জেলা জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যেসব এলাকায় পানি বিপৎসীমায় আছে, সেসব এলাকায় আরও অধিক সতর্ক থাকা ও রাত জেগে পাহারা দেওয়া, বিশেষ করে জেলার প্রাণকেন্দ্র মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোডে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি সারা রাত পাহারা দেবে।
জেলা আমির মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় রাত সাড়ে ৯টায় অনলাইনে এক বিশেষ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, বড়লেখা উপজেলা আমির এমদাদুল ইসলাম, নায়েবে আমির মো.ফয়সল আহমদ জুড়ী উপজেলা আমির হাফেজ নাজমুল ইসলাম কুলাউড়া উপজেলা আমির আব্দুল হামিদ খান,
সেক্রেটারি আব্দুল মুনতাজিম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, সেক্রেটারি মিছবাউল হাসান, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, কমলগঞ্জ উপজেলা আমির মো মাসুক মিয়া, সেক্রেটারি অ্যাভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভা আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ জেলা বৈঠকে উপজেলা নেতারা প্রতিটি উপজেলায় বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরে করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। বৈঠকে জেলা জামায়াত বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে জরুরি বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেনে সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে চালু করা হয়েছে হেল্পলাইন।