বঙ্গবন্ধুর সহধর্মিনীর চরিত্রে জ্যোতি
নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক সিনেমা। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথপ্রযোজনায় এটি পরিচালনা করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।
এখন চলছে সিনেমাটির বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাইয়ের কাজ। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে গত ৫ ফেব্রুয়ারি ঢাকায় এসেছিলেন শ্যাম বেনেগাল। এরই মধ্যে অনেক অভিনয়শিল্পীর নাম প্রকাশ্যে এসেছে। এবার জানা গেল, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি।
এ অভিনেত্রী বলেন, ‘খবরটি চূড়ান্তও না, আবার একদম মিথ্যাও না। কারণ সিনেমাটিতে বেগম মুজিবের চরিত্রে অভিনয়ের বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। সত্যি বলতে, কাজটি করার জন্য মুখিয়ে আছি।’
তবে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বয়সের চরিত্রে মাসুমা রহমান নাবিলা অভিনয় করবেন।
এর আগে জানা যায়, আত্মজীবনীমূলক এ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করার কথা স্বীকার করেছেন। তবে এসব বিষয়ে পরিচালকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন সিনেমাটির শুটিং শুরু হবে। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে বলে জানা গেছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।