তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরির প্রস্তুতি চলছে। আর সেই ছবিতে সাইনার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। বহুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছিলেন পরিণীতি নিজেই। তবে পরিণীতি ছবির শ্যুটিং কবে শুরু করছেন সে বিষয়ে দর্শকদের আগ্রহের কোনও সীমা নেই। তবে ছবির শ্যুটিং এখনও শুরু করতে পারেননি পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সে কথা। আর শ্যুটিং শুরু করতে না পারার কারণ হিসাবে পরিণীতির বক্তব্য তিনি এখন ব্যাডমিন্টন খেলা শিখছেন। তিনি এখনও এই খেলায় পোক্ত হতে পারেননি।
তাই যতদিন না এই খেলায় তিনি পোক্ত হতে পারছেন, ততদিন তার পক্ষে সাইনার মতো তারকার বায়োপিকের শ্যুটিং শুরু করা সম্ভব নয়। পরিণীতি জানিয়েছেন আগামী অক্টোবর মাসে ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। ছবির জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? সেই বিষয়ে সংবাদ সংস্থা IANS-কে পরিনীতি জানান, ‘তিনি নিয়মিত সাইনার ব্যাডমিন্টন ম্যাচগুলো দেখছেন। ছবির টিম, আমোল গুপ্তে স্যার এবং বাকি সবার থেকে সবচেয়ে মূল্যবান যে উপদেশ আমি পেয়েছি তা হল, সবাই আমাকে বলেছে সাইনার খেলাগুলো দেখতে। সাইনার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করতে বলা হয়েছে। আমি খুব বেশি ব্যাডমিন্টন ম্যাচ দেখিনি এবং আমাকে ছবিতে সাইনার মতো করেই খেলতে হবে।’
এই বছরের শুরুতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে পরিনীতি এই ছবিতে অভিনয়ের খবর জানান। তিনি লেখেন, ‘এর জন্য তিনি কৃতজ্ঞ। ধন্যবাদ।’ প্রসঙ্গত, ‘সাইনা’ ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। কিন্তু পরে তাঁর পরিবর্তে নেওয়া হয় পরিনীতি চোপড়াকে। ছবিটির পরিচালনা করছেন আমোল গুপ্তে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘জাবরিয়া জোড়ি’, ‘ভুজ: দি প্রাইড অফ ইন্ডিয়া’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ এবং ‘দি গার্ল অন দি ট্রেন’-এর হিন্দি রিমেকে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।