চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
পরিচালক জানান, সিনেমাটি একাধিকবার মুক্তির পরিকল্পনা করা হলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল। এবার অবশ্য চূড়ান্তভাবে ১৭ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক আমিন খান। এছাড়া ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা সহ আরও অনেকে।
সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছিল না। ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর তিনি আড়ালে চলে যান এবং সংসার জীবনে মনোনিবেশ করেন। ফলে এই সিনেমা দর্শকদের জন্য তার শেষ অভিনয়মূলক উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “এই ছবির মাধ্যমে দর্শকরা পপির অভিনয়শৈলীর শেষ ছোঁয়া দেখতে পাবেন। এটি শুধু বিনোদন নয়, সামাজিক বার্তাও বহন করছে।”
প্রশংসিত কাস্টিং এবং চিত্রনাট্যের কারণে সিনেমাটির প্রতি ইতোমধ্যেই দর্শকের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মুক্তির পর এটি ব্যবসা ও সমালোচক উভয়ের কাছেই কেমন প্রতিক্রিয়া পাবে তা প্রত্যক্ষ করা হবে।