ফেসবুকে বুলবুলের শেষ স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক থেকে প্রাপ্ত
প্রকাশিত: মঙ্গলবার ২২শে জানুয়ারী ২০১৯ ১২:২৫ অপরাহ্ন
ফেসবুকে বুলবুলের শেষ স্ট্যাটাস

মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গেছেন। ২২ জানুয়ারি ভোরে আফতাব নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। গত ২ জানুয়ারি ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজেকে সর্বশেষ ভক্ত-শ্রোতাদের সামনে তুলে ধরেন এই বরেণ্য শিল্পী। কলকাতা থেকে ঢাকা ফিরে এয়ারপোর্টে বসে তার তোলা ছবিটি তিনি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।” ক্যাপশনের সঙ্গে ইমোজি হিসেবে ছিল বাংলাদেশের পতাকা।

ছবিটি পোস্ট করার পরপরই তার ফেসবকু বন্ধু ও ভক্তরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান মন্তব্যে। অনেকে আশঙ্কা করেন, তিনি হয়তো কোথাও চলে যাচ্ছেন। পরে বিভিন্ন মন্তব্যের জবাবে আহমেদ ইমতিয়াজ বুলবুল জানান, তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন মাত্র। কিন্তু কে জানতো, মাত্র ২০ দিন পরে তার ছবির ক্যাপশন কাঁদাবে ভক্ত-শ্রোতাসহ সারাদেশবাসীকে। হয়তো মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ভুলে যাবেন অনেকে, কিন্তু তার কিংবদন্তি সৃষ্টি বিভিন্ন গান তাকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ।

ইনিউজ ৭১/এম.আর