এবারের দুর্গাপূজা যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের জন্য হয়ে উঠতে যাচ্ছে ভিন্নমাত্রার। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজিত পূজায় প্রথমবারের মতো একই মঞ্চে আসছেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা—ঋতুপর্ণা সেনগুপ্ত ও জায়েদ খান।
টাইমস স্কয়ার পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে এই প্রথম ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান এবং ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত একই মঞ্চে পারফর্ম করবেন। ৪ অক্টোবর বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই প্রবাসী বাঙালিদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
প্রথম থেকেই জানা ছিল, এবারের পূজায় ঋতুপর্ণা থাকছেন। তবে তার সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। আয়োজক কমিটি একে বলছে, ‘বিগ ব্রেকিং’। এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
নিউ ইয়র্ক থেকে জায়েদ খান এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি সত্যিই খুব এক্সাইটেড। প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পূজাকে ঘিরে আয়োজকদের নানা চমকের মধ্যে আমাদের অংশগ্রহণ অন্যতম।”
তিনি আরও জানান, অনেকেই তাদের প্রিয় গান সাগরিকাতে নাচের অনুরোধ করেছেন। সুযোগ হলে সেই আয়োজনও দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, ২০২৪ সালে টাইমস স্কয়ারে প্রথমবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। যা উত্তর আমেরিকার বাঙালিদের জন্য এক ঐতিহাসিক আয়োজন হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় এবারের পূজাতেও থাকছে নানা চমক, আর তার মধ্যে প্রধান আকর্ষণ নিঃসন্দেহে দুই বাংলার এই দুই তারকার যৌথ উপস্থিতি।