ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ন
ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩)। 


নিহত শিশু দুজন কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, বুধবার দুপুরে খেলা করতে গিয়ে ওই দুই শিশু কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে শিশুদের প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুজনের মৃত্যু হয়।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, শিশু দুটির মর্মান্তিক মৃত্যু নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।