
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৭

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শাবন্তী চ্যাটার্জি। প্রায় এক দশক ধরেই অভিনয়ের দ্যুতি তিনি ছড়িয়ে চলেছেন। দুই বাংলার দর্শক মুগ্ধ তার অভিনয় ও গ্ল্যামারে। দুই বাংলার সুপারস্টার সব নায়কদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন সুপারহিট অনেক সিনেমা। সেইসব সিনেমায় তাকে দেখা গেছে বৈচিত্র্যময় চরিত্রে। তবে কখনোই ফুটবলার শ্রাবন্তীকে দেখেননি দর্শক। সিনেমায় না হলেও বাস্তব জীবনে মাঠে নামলেন এই অভিনেত্রী। করলেন একটি গোলও।

এদিকে বর্তমানে শ্রাবন্তী ব্যস্ত রয়েছেন বাংলাদেশের সিনেমা ‘বিক্ষোভ’র শুটিং নিয়ে। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে শ্রাবন্তী অভিনয় করবেন শিক্ষিকার চরিত্রে। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের ছেলে শান্ত খানকে। থাকবেন আরও একজন নায়ক।