
প্রকাশ: ৪ অক্টোবর ২০১৯, ২০:২৬

ঢালিউডের ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী। ওই সিনেমার শুটিংয়ে সম্প্রতি ঢাকায় আসেন এই নায়িকা। তার সঙ্গে আসেন স্বামী রোশন সিংও।
ঢাকায় এসে শ্রাবন্তী শুটিং করেছেন এফডিসিতে। তার শুটিং দেখতে সোমবার ঢাকায় আসেন স্বামী রোশান। মঙ্গলবার শুটিংয়ের আগে তিনি শ্রাবন্তীকে নিয়ে এফডিসিতে রিকসা চালিয়ে ঘুরেছেন। যদিও এটি মজা করে করেছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা প্রকাশের পর ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে রোশন সিং বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এলাম, এসেই খুব এনজয় করছি!’ হঠাৎ রিকশাচালক হওয়া প্রসঙ্গে বলেন, ‘শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে দিই।’ তিনি ওই সময় আরও জানান, শ্রাবন্তীর শুটিংয়ের ফাঁকে ঢাকার কোনো রাস্তায় দুজন রিকশায় চড়ে ঘুরে বেড়াবেন।’ এদিকে ‘বিক্ষোভ’ সিনেমার নির্মাতা জানান, ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে পুরো সেপ্টেম্বর ধরে শুটিং হয়েছে।

ইনিউজ৭১/জিয়া