বাগদান সারলেন পিয়া, বিয়ে আগামী বছর
‘এতদিন কাউকেই পছন্দে হয়নি। আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। আর বাংলাদেশেও ভালো কোনও ছেলে নাই!’ বাগদান সম্পন্ন হয়েছে মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবে যাচ্ছেন বলে জানালেন এই তারকা।
পিয়া জানান, পরিবারের পছন্দেই তিনি আবারও ঘর বাঁধতে চলেছেন। পাত্র বাংলাদেশি নন, থাকেন ইউরোপে। পাত্র সম্পর্কে পিয়া বলেন, “ও বাংলাদেশি না। ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করে। বাগদান বা বিয়ের দিনক্ষণ আপাতত কিছুই বলব না। আরও কিছুদিন পর বিস্তারিত জানাব।”
বিয়ে প্রসঙ্গে এই তারকা আরও বলেন, “এর আগে আমার পুরনো এক বন্ধুর সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক ছিল। সে বয়সে আমার চেয়ে এক বছরের ছোট ছিল। তার সঙ্গে ব্রেকআপের পর আমাকে পরিবার থেকে অনেক ছেলে দেখানো হয়েছিল। কিন্তু এতদিন কাউকেই পছন্দে হয়নি। আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। আর বাংলাদেশেও ভালো কোনও ছেলে নাই!”
এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। অল্প কিছুদিন পর বিচ্ছেদ হয় তার। সে সংসারে তার একটি মেয়ে আছে। নাম সোহা। মেয়েটি গ্রেড টুতে পড়ে।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।