পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৫:১৭ অপরাহ্ন
পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু, আহত ৪

পিরোজপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার রানীপুর নিমতলা এলাকায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হন। 


নিহত নারী আখি আক্তার (৩৪) কাউখালী উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন ইমরান হাওলাদার, জহুরা বেগম (৬৫), রেশমা বেগম (৩০), এবং ফোরকান হাওলাদার (৬০)। তাদের প্রাথমিক চিকিৎসা পিরোজপুর জেলা হাসপাতালে দেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় আছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল থেকে পিরোজপুর যাওয়া একটি বাস রানীপুর এলাকায় পৌঁছালে, বাগেরহাট থেকে পিরোজপুরের দিকে আসা একটি অটোরিকশা বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। অটোরিকশাটি অন্য একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আখি আক্তার গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


একই দিনে, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় একটি বাসের ধাক্কায় দীপ্তি রানী সাহা (৫২) নামে এক নারী মারা যান। বুধবার রাতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাকে ওয়েলকাম পরিবহনের বাসটি চাপা দেয়। স্থানীয়রা বাসটি আটকিয়ে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে খুলনা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়, কিন্তু বৃহস্পতিবার ভোর রাতে সেখানে তার মৃত্যু হয়। 


পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন জানান, দুটি দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলেও, পুলিশ আইনি ব্যবস্থা নেবে।