রাবিতে ৪৭ দিনের ছুটি শুরু ৮ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ০৭:০৩ অপরাহ্ন
রাবিতে ৪৭ দিনের ছুটি শুরু ৮ মে

পবিত্র রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ৪৭ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ^বিদ্যালয়। এ ছুটি আগামী ৮ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে, আবাসিক হল ছুটির বিষয়ে এখনও কোন সিন্ধান্ত নেওয়া হয়নি। তবে সামনে সপ্তাহে মিটিং করে হল ছুটির বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহব্বায়ক. আমিনুল ইসলাম।

প্রশাসক প্রভাষ কর্মকার জানান, ‘রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চলবে ১ জুন পর্যন্ত। পরে ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’  আগামী ২৪ জুন থেকে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে বলে জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব