
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪

বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাক্রমে যুক্ত হয়েছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ অধ্যায়— ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত নতুন পাঠ্যবইগুলোতে কোটা সংস্কার আন্দোলন, রাষ্ট্রীয় দমন-পীড়ন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বাদ পড়ে থাকা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাসও পুনরায় পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে।
