প্রকাশ: ১১ মে ২০২৩, ২:১
বর্তমানে উচ্চ শিক্ষা অর্জনে ইন্টারনেটের ব্যবহার অনস্বীকার্য। কিন্তু ইন্টারনেট সেবার নিম্নমানে চরম ভোগান্তি পোহাচ্ছেন জবি শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কয়েকটি রাউটার থাকলেও তাদের ইন্টারনেট সেবার গতি অত্যন্ত নিম্নমানের। ক্যাম্পাসের অনেক রুমে ইন্টারনেট সেবা একেবারে নেই বললেই চলে।
জবির অনেক শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন লেখনী,কলাম,আর্টিকেল দেশী বিভিন্ন ওয়েবসাইট সহ আন্তর্জাতিক ওয়েব সাইটে প্রকাশিত হয়। যেগুলো ইন্টারনেট সেবার অভাবে শিক্ষার্থীরা সময় মতো কাজে লাগাতে পারছেন না।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন," বিভিন্ন বই,লেখনী, রিসার্চ পেপার সহ গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটারিয়াল দেশের পাশাপাশি বিভিন্ন বিদেশি ওয়েবসাইট,জার্নালে প্রকাশ পাচ্ছে। দেশীয়সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল, পত্রিকা, ওয়েবসাইটে জবি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন লেখনী প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। এগুলা চর্চা ও সময়মতো কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই সুবিধা আরো উচ্চ মানের হওয়া জরুরি।"
সাধারণ শিক্ষার্থীদের মতে এসব গুরুত্বপূর্ণ স্টাডি রিলেটেড আর্টিক্যাল তাদের একাডেমিক পড়াশোনার জন্য বিশেষ ভাবে প্রয়োজনীয়। যেগুলো উচ্চ গতির ইন্টারনেট সেবার মাধ্যমে সহজে পাওয়া সম্ভব।
ক্যাম্পাসের ইন্টারনেট সেবা সম্পর্কে আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, ইন্টারনেট সেবার মান বাড়াতে বাজেট প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থবছর থেকে ক্যাম্পাসে ইন্টারনেট সেবা আশানুরূপ হবে বলে তিনি জানান।