প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:৪২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার বিকেল ৩টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জবি ঐক্যের পক্ষ থেকে অনশন শুরুর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।
তিনি বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় পৌঁছেছে, পেছনে ফেরার আর কোনো পথ নেই। বিকেল সাড়ে ৩টায় অনশন শুরু করছি, বিজয় ছাড়া ফিরব না। তার এই ঘোষণার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন।
এর আগে জুমার নামাজের পর কাকরাইল মোড়ের পাশে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন। দুপুর সোয়া ২টার দিকে সমাবেশ শুরু হয়, যেখানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আন্দোলনকারীদের দাবি, তাদের চারটি প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রথমত, ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে। দ্বিতীয়ত, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দিতে হবে।
তৃতীয় দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে। চতুর্থ দাবি হিসেবে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার চাওয়া হয়েছে।
অবস্থানের তৃতীয় দিনে এসে শিক্ষার্থীরা আন্দোলনের স্থান কাকরাইল মোড় থেকে কিছুটা সরিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সড়কের মুখে নিয়ে গেছেন। ফলে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে শিক্ষার্থীদের অবস্থানে অস্থিরতা বিরাজ করছে।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা এখন গণঅনশনের পথ বেছে নিয়েছেন।
অনশন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হচ্ছেন। তাদের মতে, এসব দাবি বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যমুনা অভিমুখেই থাকবেন।