নোবিপ্রবিতে নেচার কনভেনশন ক্লাবের নেতৃত্বে জান্নাতুন-মোতাহার

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৫ অপরাহ্ন
নোবিপ্রবিতে নেচার কনভেনশন ক্লাবের নেতৃত্বে জান্নাতুন-মোতাহার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) নেচার কনভেনশন ক্লাবের নব নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।যাতে প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নেসা মিতু কে সভাপতি এবং মোঃ মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।


আজ বুধবার(৯ ই ফেব্রুয়ারী)নোবিপ্রবির উপ উপাচার্য ও প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল বাকী উক্ত কমিটির অনুমোদন দেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি- আব্দুল্লাহ আল নোমান,যুগ্ম সাধারণ সম্পাদক- মায়মুনা সালসাবিল মিশমা, সাংগঠনিক সম্পাদক- মোঃ রাকিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ মহসীন রেজা প্রান্ত, কোষাধ্যক্ষ- মুনা তাহসিন লোপা,সহ কোষাধ্যক্ষ- রাশেদা আক্তার,প্রচার সম্পাদক- মোঃ রাসেল তালুকদার, সহ প্রচার সম্পাদক-ওয়াহিদা পারভীন স্মৃতি, দপ্তর সম্পাদক- চ চ অং মারমা,সহ দপ্তর সম্পাদক- আশিকুর রহমান জীবন,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- ইসরাত বিনতে জামাল ইরা, আইটি বিষয়ক সম্পাদক- আব্দুল্লা মাহমুদ উপ আইটি বিষয়ক সম্পাদক- তাওসিফ মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- পার্থ প্রিয়ম শীল,প্রকাশনা বিষয়ক সম্পাদক-মোঃ আশিকুর রহমান আশিক, ক্রিড়া বিষয়ক সম্পাদক- মোঃ শাহাবুদ্দীন এবং কার্যকরী সদস্য -পূর্ণা সিংহ পুরকায়স্থ,সানজিদা আক্তার, অর্পিতা ভট্টাচার্য


নব নির্বাচিত কমিটির সভাপতি জান্নাতুন নেসা মিতু বলেন,আমাদের নেচার কনজারভেশন ক্লাবটি বিশ্ববিদ্যালয় ও এর বাইরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, অতিথি পাখির অভয়ারণ্য ,বন্য প্রাণির আবাসস্থল গড়ে তোলার মতো কিছু ইতিবাচক উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে।


সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জানান,আমি মনে করি, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা-পরামর্শে দুরন্ত গতিতে এগিয়ে যাবে আমাদের এই নেচার কনজারভেশন ক্লাবটি। দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত হবে তার কার্যক্রম। বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।


কি অপরূপ আমাদের বাংলার প্রকৃতি। জীবনের বিচিত্র রং আর বর্ণিল ভূমিরূপে সুসজ্জিত এই দেশকে প্রকৃতি আপন মনে সাজিয়ে দিয়েছে তার সবটুকু উজার করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশের জীব-বৈচিত্র আজ ক্রমশ বিলুপ্তির পথে। এখনই পদক্ষেপ না নিলে আমরা হারিয়ে ফেলবো এই প্রাকৃতিক সম্ভারকে।