পরীক্ষা শুরুর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জানুয়ারী ২০২২ ০৪:৫৭ অপরাহ্ন
পরীক্ষা শুরুর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে মানববন্ধন করে। একই সময় একই স্থানে পৃথক একটি মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন।


কলেজ শিক্ষার্থী আব্দুর রহিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিন ৭টি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত পরীক্ষা করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মাত্র ২-৩টি বিষয়ের পরীক্ষা তাদের আটকে রয়েছে। তাছাড়া বাণিজ্য মেলাসহ নানা কর্মকা- চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করে।


এ বিষয়ে কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।