গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির কাজ প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। শতভাগ কাজ শেষে এক লাখ মানুষের কর্মসংস্থান ও ৫শ’ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যাশা করছে সরকার। উদ্যোক্তারা উন্নয়ন কাজ এগিয়ে নিচ্ছেন পুরোদমে। সেখানে সরকারিভাবে নির্মিত টিয়ার ফোর ডাটা সেন্টারের কার্যক্রম শুরু হবে আগামী এপ্রিলে। গাজীপুরের কালিয়াকৈরে ১৯৯৯ সালে প্রথম হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে থেমে যায় সে উদ্যোগ। পরবর্তীতে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসে ২০১৪ সালে প্রকল্পের কাজ শুরু করে। ৩৫৫ একর জমির ওপর বঙ্গবন্ধু হাইটেক সিটি নামে এগিয়ে চলছে প্রযুক্তি পার্কের কাজ।
প্রথমে নয়টি কোম্পানিকে ২০ দশমিক ৫০ একর এবং পরে আরও ৯টি কোম্পানিকে ২৮ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সব কোম্পানি এখানে হার্ডওয়ার, সফটওয়ার, আইটি, ডাটা সেন্টার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন এবং উৎপাদনসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তির নিয়ে কাজ করবে। বঙ্গবন্ধু হাইটেক সিটি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে উদ্যোক্তারা এগিয়ে নিচ্ছেন উন্নয়ন কাজ। প্রকল্প এলাকার মধ্যে সাত একর জমিতে ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে তৈরি হচ্ছে ডাটা সেন্টার। আগামী এপ্রিল নাগাদ পুরোপুরি চালুর আশা কর্তৃপক্ষের। ২০৩০ সালে শতভাগ উন্নয়ন হলে এখানে এক লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের প্রত্যাশা রয়েছে। সরকার বলছে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ ৫শ’ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।এছাড়া হাইটেক সিটিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।