প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৫৭
আন্তর্জাতিক বাণিজ্যে ফের উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা পালটা শুল্ক আগামীকাল (মঙ্গলবার) মধ্যে প্রত্যাহার না করে, তাহলে অচিরেই চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।