পটুয়াখালীর কুয়াকাটায় জামি'য়া মহিউসসুন্নাহ কমপ্লেক্সে বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার জামি'য়া মহিউসসুন্নাহ মাদ্রাসার মিলনায়তনে ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর উদ্যেগে রাখাইন, হিন্দু, খৃস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিসবাহ ।
শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। বৃদ্ধ আবুল হোসেন ও রাখাইন মংখেন বলেন, ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতিবছরই আমাদের ঈদের সময় এবং শীতে উপহার দেয়। উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। যে হুজুরে দিয়েছে তার জন্য দোয়া করবো সারাজীবন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, ৫ আগষ্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট, হামলা ভাংচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেফতার করেছি এবং ৭০ টার অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম,হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান রাখাইন ঐকের বিকল্প নেই।
ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরীব অসহায় মসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ. ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সকলের মাঝে উপহার তুলে দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।