কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত। তিনি সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে টেকনাফের দমদমিয়া বিএডব্লিউটিএ ঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দেশের স্বার্থ রক্ষার্থে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মিয়ানমারের বিভিন্ন পরিস্থিতিতে মানবিক কারণে রোহিঙ্গা নাগরিকদের গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা হচ্ছে।"
তিনি আরও জানান, মিয়ানমারের নিরাপত্তা কর্মীদের মধ্যে ৮৭৬ জন বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেছেন এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সীমান্তে বিজিবি ও অন্যান্য বাহিনীর জনবল বৃদ্ধি করা হয়েছে এবং নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।
মাদকের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "টেকনাফে মাদক দীর্ঘদিনের সমস্যা। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য স্থানীয় মসজিদের ইমামদের সচেতনতা বৃদ্ধির ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের গোলাগুলির কারণে নাফ নদীতে আপাতত মাছ শিকার বন্ধ রাখা হয়েছে।"
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি আশ্বস্ত করে বলেন, "সীমান্ত পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত।"
এর আগে তিনি সকালে তেজগাঁও থেকে হেলিকপ্টারে টেকনাফে পৌঁছে বিজিবি ব্যাটালিয়ন ও নাফ নদীর কার্যক্রম পরিদর্শন করেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহিউদ্দিন খান, এবং টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিনি আরও বলেন, "মিয়ানমারের আরাকান আর্মি মংডু দখলের পর থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এবং অন্যান্য বাহিনী নিরলসভাবে কাজ করছে।"
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।