কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স মুন্না স্টোরের স্বত্বাধিকারী জহুরুল হককে ২০ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 'বাজার অভিযান' পরিচালনাকারী দল। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 'বাজার অভিযান' পরিচালনাকারী দল বোতলের গায়ে দেয়া মূল্য ১৬০ টাকা লিটার দরে প্রায় ৮৮ লিটার সয়াবিন তেল উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করে দেয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে 'বাজার অভিযান' দল মঙ্গলবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকায় 'বাজার অভিযান' পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য ১৬০ টাকার পরিবর্তে প্রতি লিটার ১৮০ টাকা দরে বিক্রি করার অভিযোগ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই অভিযোগের ভিত্তিতে 'বাজার অভিযান' পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় বসুন্ধরা সয়াবিন তেলের পরিবেশক মেসার্স মুন্না স্টোরের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
'বাজার অভিযান' পরিচালনাকালে ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও কচাকাটা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।