সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ৮ই এপ্রিল ২০২২ ০৪:১৩ অপরাহ্ন
সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।থানা সুত্রে জানান, শুক্রবার (৮ এপ্রিল ) রাত অনুমান তিনটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ এলাকা ঢাকা-সিলেট মহা সড়কের উত্তর পার্শ্বে রাস্তার হতে  তাদের আটক করা হয়।


আটকরা হলেন-সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের,কলেজপাড়া আবু ছায়েদের ছেলে মো.সোহেল মিয়া(২৬), কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী  এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো.জীবন মিয়া(৩০) নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ গ্রামের মৃত হেবদু মিয়ার ছেলে মো.খোকন মিয়া(২৮)।


এ ব্যপারে সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন  জানান, শুক্রবার রাত ৩টার দিকে সরাইল থানার  পুলিশ পরিদর্শক(তদন্ত)শেহাবুর রহমান, এসআই মিজানুর রহমান, এসআই তারিকুল ইসলাম, এএসআই রুবেল আখন, এএসআই দিপক চন্দ্র দেবনাথসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রীকালীন ডিউটি করছিলেন। 


ইসলামাবাদ গোগদ এলাকার ঢাকা- সিলেট রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। থানার ওসি এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহেল মিয়া(২৬), মো.জীবন মিয়া(৩০) মো.খোকন মিয়া(২৮)। ডাকাত দলের কাছ হতে ২টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা,১টি ছুড়ি  উদ্ধার করা হয়। 


ওসি আরও জানান, এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার  ডাকাতদের বিরুদ্ধে  থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে  একই রাতে সরাইলে  পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিচ ইয়াবাসহ  কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় ঠাকুর(৩৬)কে আটক করেছে থানা পুলিশ।