দৌলতদিয়ায় ইয়াবাসহ দুই মাদককারবারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৮ই এপ্রিল ২০২২ ০৭:০৭ অপরাহ্ন
দৌলতদিয়ায় ইয়াবাসহ দুই মাদককারবারী আটক

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।


শুক্রবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃত মাদককারবারীরা হলো, পূর্বের ৫ মামলার আসামী উপজেলার জুড়ান মোল্লার পাড়া এলাকার শহিদ মোল্লার ছেলে মো. মামুন মোল্লা (২৮) ও মেহেরপুর জেলার মল্লিকপাড়া এলাকার মো. তজব আলী মন্ডল এর মেয়ে সুমি আক্তার (২৫)।


থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লী এলাকা থেকে মামুন মোল্লাকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও পতিতাপল্লী (সাদ্দামের বাড়ীর ভাড়াটিয়া) সুমি আক্তারকে ২পিস ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃত মাদককারবারীদের কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবারেই দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।