র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
আবু সাঈদ খন্দকার, জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২০শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৭ অপরাহ্ন
র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

ইয়াবা সহ ‌ একজনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন ফরিদপুর ৮ । এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান সিপিসি ২ ফরিদপুর ক্যাম্প কর্তিক রাজবাড়ী জেলা কালুখালী থানা এলাকা হতে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।


পত্র  ক্যাম্পের একটি টহল দল ডিউটি করা  কালীন সময়ে  ডিএডি মোঃ মকলেছুর রহমানের নেতৃত্বে ১৯  ফেব্রুয়ারি তারিখে ৫,১০  এ সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন  মাছকান্দি গ্রামের আকমল শেখ এর বসত বাড়ির পাশে শামীম হোসেন মন্ডলের মুরগির ফার্ম এর সামনে হতে মাদক ব্যবসায়ী শামীম হোসেন মন্ডল (২৬) পিতা নিজাম উদ্দিন মন্ডল  মাঝকান্দি কালুখালী, জেলা রাজবাড়ী থেকে আটক করে।


এসময় তার হেফাজত থেকে ৭০৪ টি ইয়াবা ট্যাবলেট মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত সিমকার্ডও একটি মোবাইল ফোন , এবং মাদক বিক্রির ১০০০  টাকা জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত  উক্ত মালামালসহ   আসামিকে রাজবাড়ী জেলা কালুখালী থানা হস্তান্তর করা হয়।


এসংক্রান্ত রাজবাড়ী জেলা কালুখালী থানায় একটা মাদক মামলা রুজু করা হয়েছে।