কোস্টগার্ডের অভিযানে বরগুনায় ৪০ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , বরগুনা
প্রকাশিত: সোমবার ২১শে ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫০ অপরাহ্ন
কোস্টগার্ডের অভিযানে বরগুনায় ৪০ মণ জাটকা জব্দ

কোস্টগার্ডের অভিযানে বরগুনায় ৪০ মণ জাটকা জব্দ


বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এফবি হামিম নামের একটি মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকেও আটক করা হয়।


সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ ট্রলারটি জব্দ করে কোস্টগার্ড। আটক করা ট্রলারটির মালিক পাথরঘাটা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলাম। সে সময় সাত জেলেকেও আটক করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করা জেলেদের মধ্যে ছয় জনকে দুই হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মুচলেকার মাধ্যমে ট্রলারটি মালিকের জিম্মায় দেওয়া হয়। এছাড়া জব্দ করা জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।


এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ সাত জেলে এবং একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত জেলেদের জরিমানা করেন এবং জব্দ করা জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।