শ্রমিক অপহরণের সময় হাতেনাতে আটক দুই ভূয়া ডিবি

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৬ই মার্চ ২০২২ ০৬:৫০ অপরাহ্ন
শ্রমিক অপহরণের সময় হাতেনাতে আটক দুই ভূয়া ডিবি

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ইটভাটার শ্রমিক সর্দারের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে তাকে অপহরণের সময় সংঘবদ্ধ চক্রের দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।


রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত ‘ফাইভ জিরো ফাইভ’ নামের ইটভাটা থেকে তাদের আটক করা হয়।



এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত পুলিশের সাইরেনযুক্ত একটি হাইয়েস গাড়ি, পুলিশের ব্যবহৃত লাঠি, ভিজিটিং কার্ডসহ ভুয়া জাতীয় পরিচয়পত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


আটকরা হলেন- রূপগঞ্জ উপজেলার আহমেদ ও বন্দরের দেওয়ানবাগ এলাকার নাফিজ আলী।


ইটভাটার সর্দার আতাউর রহমান জানান, ছয়জনের একটি সংঘবদ্ধ দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাইয়েস গাড়িতে তুলে নেয় এবং ছয় লাখ টাকা চাঁদা দাবি করে। তাকে এলোপাতাড়ি মারধরও করা হয়।


এ সময় তাকে বাঁচাতে শ্রমিকরা এগিয়ে এলে তাদেরও মারধর করে সশস্ত্র চক্রটির সদস্যরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুইজনকে আটক করলেও বাকি চারজন পালিয়ে যায়।


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, এই চক্রটি বিভিন্ন ছদ্মনামে মহাসড়কে সুযোগ বুঝে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি করে থাকে। তাদের মূলহোতা আহমেদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।


তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া অন্যদের আটকের চেষ্টা চলছে।