প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৬
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু করে বাংলাদেশের মুখোমুখি হয়ে শেষ হবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের গ্রীষ্মকালীন মৌসুম। আগামী নভেম্বরে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামার পর মাঝে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলবে কিউইরা। মার্চে টাইগারদের বিরুদ্ধে ব্যাট-বলের লড়াইয়ে নামবে কেন উইলামসনরা।আগামী বছরের এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নামবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুসহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ২০২১ সালের ১৩ মার্চ ডানেডিনে বসবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি দিয়ে পর্দা নামবে এই সফরের।টাইগারদের বিরুদ্ধে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট, পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি খেলবে ব্ল্যাকক্যাপসরা।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সূচি