প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:২৫
দীর্ঘ ১৮ বছর পর আবারও আইসিসির বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আর তাদের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। সব মিলিয়ে এটি হবে আফ্রিকান মহাদেশের জন্য এক ঐতিহাসিক আয়োজন।