সম্পূর্ণ ভিত্তিহীন গেইলের অভিযোগ
‘সারওয়ান, এই মুহূর্তে করোনাভাইরাসের চেয়েও জঘন্য তুমি। তালাহওয়াতে যা হয়েছে, তাতে বড় খেল খেলেছ তুমি’- নিজের সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানের প্রতি এভাবেই রাগ উগরে দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তিনি আরও বলেন, ‘সারওয়ান তুমি সাপ। তুমি নিশ্চয়ই জানো যে, ক্যারিবিয়ানদের মধ্যে ভালোবাসার পাত্র তুমি মোটেই নও। তুমি খুবই প্রতিহিংসাপরায়ণ। তুমি এক্কেবারে অপরিণত।’
গেইলের অভিযোগ, তাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জ্যামাইকা তালাওয়াজ থেকে বাদ দেয়ার পেছনে মূল হোতা সারওয়ান। গত সপ্তাহের শেষদিকে গেইলকে ছেড়ে দিয়েছে জ্যামাইকা, সুযোগ পেয়ে দলে নিয়েছে সেইন্ট লুসিয়া কিটস।
যে দলের হয়ে পাঁচটি মৌসুম খেলেছেন, সে দলের কাছ থেকে এমন বিদায় প্রত্যাশা করেননি গেইল। ফলে তার মনে হয়েছে, এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। যা করেছেন তারই সাবেক সতীর্থ সারওয়ান। গেইলের রাগপ্রকাশের ভিডিও ভাইরাল হয়ে গেছে ক্রিকেট দুনিয়ায়।
তবে জ্যামাইকা কর্তৃপক্ষ বলছে, সারওয়ানের প্রতি গেইলের অভিযোগ পুরোপুরি মিথ্যা। কেননা তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে। সারওয়ান এর অংশ নয়। আর মূলত গত আসরের ভরাডুবিময় পারফরম্যান্সের পরই গেইলকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে জ্যামাইকার পক্ষ থেকে বলা হয়েছে, ‘জ্যামাইকার সঙ্গে চুক্তি শেষ হওয়ার ব্যাপারে ক্রিস গেইলের মন্তব্যে হতাশ টিম ম্যানেজম্যান্ট ও মালিকপক্ষ। তিনি চাইলে এ বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। বাদ পড়া নিয়ে অনেক কারণ দেখিয়েছেন গেইল। তবে সত্যিটা হলো, এ সিদ্ধান্ত এসেছে মালিক ও ব্যবস্থাপক পর্যায় থেকে। যেখানে রামনরেশ সারওয়ানের কোন হস্তক্ষেপ নেই। এটা পুরোটাই ক্রিকেটীয় এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নেয়া সিদ্ধান্ত।’
‘গত আসরে খুবই হতাশাজনক এক টুর্নামেন্ট পার করেছে জ্যামাইকা। সেখানে তারা সবার শেষে অবস্থান করছিল। যে কারণে ২০২০ সালের আসরের খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব সরাসরি মালিকপক্ষ হাতে নিয়েছে। এখন দলগঠনের দিকেই মনোযোগ দিয়েছে জ্যামাইকা। এ বিষয়ে ভবিষ্যতে আর কোন মন্তব্য করা হবে না দলের পক্ষ থেকে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।