হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি চার কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১২ই মার্চ ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন
হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি চার কারখানাকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুর হিলির ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫টি সেমাই কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই লাইসেন্সে দুটি কারখানা পরিচালনা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং কৃত্রিম রং মিশানোর অভিযোগে ৪টি কারখানাকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেমাই প্রস্তুতকারক কারখানাগুলোর মধ্যে কিছু কারখানা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কাজ করছিল। সেমাই তৈরির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর, যেখানে কৃত্রিম রং মিশিয়ে খাবারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। এর মধ্যে দুটি কারখানার বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়া, নোংরা পরিবেশে তৈরি সেমাইগুলো বাজেয়াপ্ত করা হয় এবং তা ধ্বংস করে দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় এ অভিযান চালানো হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা মুলক নির্দেশনা প্রদান করা হয়। সেমাই কারখানার মালিকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা তাদের লাইসেন্সের নাম্বার স্পষ্টভাবে প্রদর্শন করবে, যাতে প্রশাসন সহজে বিষয়টি পর্যবেক্ষণ করতে পারে।


এই অভিযানের মাধ্যমে হাকিমপুর উপজেলায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। ভবিষ্যতে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


এ সময় হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।