
প্রকাশ: ১৮ মে ২০১৯, ৬:৪৭

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা সাদামাটাভাবে শুরু করে ক্যারিবিয়ান দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। মাশরাফি বিন মর্তুজা ও সাইফউদ্দিনের প্রথম ১০ ওভার অনেকটা দেখে শুনে খেলে উইন্ডিজের রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটসম্যান। তবে যতই সময় যায় ততই টাইগার বোলারদের ওপর চড়াও হন হোপ-অ্যামব্রিস।

উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, রেমন্ড রাইফার।