
প্রকাশ: ৭ মে ২০১৯, ৩:৫৭

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৬২ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের সতর্ক ব্যাটিংয়ে ম্যাচের চালকের আসনে রয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনারই যে একটু সতর্ক হয়ে খেলছেন তা তাদের ব্যাট চালানো দেখলেই বোঝা যাচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৫ ওভারে বিনা উইকেটে ১৩৯ রান। লক্ষ্য থেকে এখন ১২৩ রানে পিছিয়ে টাইগাররা। পুঁজি হিসেবে রয়েছে ১০ উইকেট ও ১৮২ বল। সৌম্য সরকার এবং তামিম ইকবাল দু'জনেই হাফ-সেঞ্চুরি পেয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব