ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৬২ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের সতর্ক ব্যাটিংয়ে ম্যাচের চালকের আসনে রয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনারই যে একটু সতর্ক হয়ে খেলছেন তা তাদের ব্যাট চালানো দেখলেই বোঝা যাচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৫ ওভারে বিনা উইকেটে ১৩৯ রান। লক্ষ্য থেকে এখন ১২৩ রানে পিছিয়ে টাইগাররা। পুঁজি হিসেবে রয়েছে ১০ উইকেট ও ১৮২ বল। সৌম্য সরকার এবং তামিম ইকবাল দু'জনেই হাফ-সেঞ্চুরি পেয়েছেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙে ৮৯ রানে। তবে এরপর আমব্রিস ও ড্যারেন ব্রাভো ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপের মধ্যে পড়লেও শাই হোপ-রোস্টন চেজ তা সামলে নেন স্কোরবোর্ডে ১১৫ রান যোগ করে। শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিংয়ে ২৬১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।