চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিন্ম চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিন্ম চাপে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ধাক্কা খায় টাইগাররা। পাওয়ার প্লেতেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে লাল-সবুজের দল।  


বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকার মাত্র ২ বলে শূন্য রানে বিদায় নেন। পরের ওভারে শান্তও কোনো রান না করেই সাজঘরে ফেরেন। ফলে দুই রানে দুই উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দল।  


তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজও দলকে ভরসা দিতে পারেননি। ১০ বলে ৫ রান করে তিনিও আউট হন। অন্যদিকে ওপেনার তানজিদ হাসান কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। নবম ওভারের দ্বিতীয় বলে তিনি কট আউট হয়ে ফিরে যান।  


এরপরই ঘটে আরও বড় ধাক্কা। নবম ওভারের তৃতীয় বলেই ডাক মেরে সাজঘরে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। অক্ষর প্যাটেলের টানা দুই বলে দুই উইকেট হারিয়ে দলীয় ৩৫ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।  


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। ক্রিজে তাওহীদ হৃদয় ৪ রান এবং জাকের আলী ২ রান নিয়ে ব্যাট করছেন। ভারতের বোলাররা দারুণ লাইন-লেন্থে বল করে টাইগারদের চাপে রেখেছেন।  


শুরুর এই ধাক্কা সামলে বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করাতে পারবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাঁধে বড় দায়িত্ব বর্তেছে। ব্যাটিং লাইনআপে গভীরতা থাকলেও বড় স্কোর গড়তে দরকার একটি ভালো জুটি।  


বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ধৈর্য ধরে খেলতে পারে, তাহলে ম্যাচে ফিরতে পারে টাইগাররা। তবে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ঘুরে দাঁড়ানো সহজ হবে না।