নওগাঁ পৌরসভার বাজেটে খেলার মাঠ ও পার্কের বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৫ অপরাহ্ন
নওগাঁ পৌরসভার বাজেটে খেলার মাঠ ও পার্কের বরাদ্দের দাবি

নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত আলোচনায় সংক্রামক ব্যাধি (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা সভাটি প্রজন্মের আলো-প্রজন্মের মেলা এবং সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত হয়।


সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। সভায় নওগাঁ পৌরসভার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষাবিদ, সাংবাদিক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের কারণে মাঠ, পার্ক এবং খোলা জায়গা কমে যাচ্ছে, যা জনসাধারণের শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের সুযোগ সীমিত করছে। এর ফলে ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক এবং ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে অধিকাংশ মানুষ। বক্তারা বলেন, শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণে শরীরচর্চা এবং কায়িক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এসময় পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান স্থানীয় জনসাধারণের শরীরচর্চা এবং সুস্থ থাকার জন্য নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। তাঁরা খেলার মাঠ ও পার্কের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।


অতিথিরা বলেন, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। তাই জনসাধারণকে সুস্থ রাখার জন্য খেলাধুলা এবং শরীরচর্চার স্থান তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি।


সভার শেষে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য পৌরসভার বাজেটে বরাদ্দের দাবি জানানো হয়।